Dostana 2 ফিরছে ১০ বছর পরে !!!

dostana 2 ফিরছে ১০ বছর পরে

Dostana 2 ফিরছে ১০ বছর পরে এমন ঘোষণা এসেছে আর সেই সাথে সবার মনে এই প্রশ্ন ও জেগেছে যে Dostana ছবির মতো কি তাহলে Dostana 2 ছবিতেও প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম, অভিষেক বচ্চন থাকবেন! চলুন জেনে নেই সবার সব প্রশ্নের উত্তর এই Dostana 2 মুভি সম্পর্কে।

Dostana 2 ফিরছে ১০ বছর পরে !!!

dostana 2 ফিরছে ১০ বছর পরে
dostana 2 ফিরছে ১০ বছর পরে

২০০৮ সালে নির্মিত হয়েছিলো ত্রিভুজ প্রেমের কমেডি ছবি দস্তানা আর এই ছবির প্রযোজক ছিলেন করণ জোহর। খুব জনপ্রিয় হয়েছিলো ছবিটি তখনকার সময়ে। তাই হয়তো আবারো Dostana ছবির ২য় পার্ট Dostana 2 বানানোর ঘোষণা এসেছে।

তবে এবার Dostana 2 ছবিতে আগের মতো প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করবেন কি না সেটা এখনো নিশ্চিত নয়। এমনকি জন আব্রাহাম আর অভিষেক বচ্চন এর এই ছবিতে থাকা নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

বরং Dostana 2 ছবি নির্মাতারা বলেছেন যে ছবিতে যদি জন আব্রাহাম, অভিষেক বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া না থাকেন তাহলে তাদের জায়গায় অভিনয় করবে বর্তমানে শীর্ষ অভিনেত্রী ও অভিনেতারা।

যানা গেছে ২০১৯ সালে ছবিটি নির্মাণের কাজ শুরু হবে তাই এখন থেকেই শুরু হয়েছে এই কমেডি ছবিটির শুরুর আগের দরকারি কাজগুলো, যেমন ছবিটির চিত্রনাট্যের কাজ আর ছবির অভিনেতা ও অভিনেত্রী নির্বাচনের কাজ।

আরো বাংলা নিউজ সবার আগে জানতে চোখ রাখুন Bangla News Paper ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *